জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল আলিমের ইন্তেকাল

জীবননগর ব্যুরো: জীবননগর বাজারের বিশিষ্ট মুদি, তেল ও মবিল ব্যবসায়ী এবং নাসিম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হাজি আব্দুল আলিম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজেউন)। তিনি সদর উপজেলার বাঁকা গ্রামের প্রয়াত মুদি ব্যবসায়ী মৃত আব্দুস সাত্তারের বড় ছেলে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল মঙ্গলবার নামাজে জানাজা শেষে তাকে বাঁকা কবরস্থানে দাফন করা হয়েছে।
হাজি আব্দুল আলিম ছিলেন জীবননগর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মুদি ব্যবসার পর তিনি তেল ও মবিলের ব্যবসা পরিচালনা করছিলেন। এ ছাড়াও দত্তনগর সড়কে রয়েছে তার নাসিম ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্প। হাজি আব্দুল আলিম দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য তাকে ঢাকাতে নেয়া হয়। সোমবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। বিকেলে বাঁকা কওমি মাদরাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল লতিফ অমল ও পৌর মেয়র জাহাঙ্গীর আলমসহ, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সূধী, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ ও এলাকাবাসী তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে দৌলৎগঞ্জ বাজার কমিটির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।