কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০১৫ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বের পাশের হার শতকরা ৯৩.৭০ শতাংশ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বের পাশের হার ৯৭.৮৩ শতাংশ। গতকাল মঙ্গলবার (৭নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রশাসন ভবনের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসাকরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ বছর সারাদেশে ২১৫টি কামিল মাদরাসার অধীনে মোট ১৩০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ৮২৫ এবং কামিল (স্নাতকোত্তর) ২য় পর্বে ১৭ হাজার ২২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে কামিল ১ম পর্বে ৭৭৩ এবং ২য় পর্বে ১৬ হাজার ৯৫৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সংবাদ-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, এবার কামিল স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশে অগ্রগতি এবং ত্রুটিহীন ফলাফলের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ধন্যবাদ প্রাপ্য। পরবর্তী ফাযিল পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলকেও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, কামিল পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটwww.iu.ac.bd থেকে পাওয়া যাবে।