জীবননগর স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর দ্রুত চালুর দাবিতে আন্দোলনরত বাস্তবায়ন কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে তার অফিস কক্ষে বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালু করণের সর্বশেষ অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। সভায় তিনি জানান চলতি বছরের মধ্যে এ বন্দরটি চালুর চেষ্টা করা হচ্ছে। আশা করি জীবননগরবাসী অচিরেই সুখবর জানতে পারবেন। এ সময় স্থলবন্দর চালুর করণীয় ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, সাংবাদিক সালাউদ্দীন কাজল, যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু ও ব্যবসায়ী জহিরুল ইসলাম। বক্তারা স্থলবন্দর দ্রুত চালু করতে বাস্তবায়ন কমিটিকে ভারত সফরেরও পরামর্শ দেন। সভায় অচিরেই একটি টিম ভারতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে দ্বি-পাক্ষিক বৈঠকের আয়োজন করার জন্য বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হককে দায়িত্ব প্রদান করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে তারা দ্বি-পাক্ষিক বৈঠকের আয়োজন করবেন বলেন সভায় অবহিত করেন।