চুয়াডাঙ্গা আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থীদের নাম ঘোষণা

সভাপতি পদে নুরুল ও সম্পাদক পদে বেলাল প্রার্থী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদের সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেছে বাছাই কমিটি। গতকাল সোমবার দুপুরে বাছাই কমিটির সভা শেষে কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থী সভাপতি পদে বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সহ-সভাপতি পদে শাহজাহান আলী ও মামুন আকতার, সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন, যুগ্ম-সম্পাদক পদে রবিউল হক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পীর নাম ঘোষণা করা হয়েছে। ৯টি কার্যকরি সদস্য নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছেন আনারুল হক, মনিবুল হাসান পলাশ, নাসির উদ্দিন (৩), আবু তালেব বিশ্বাস, সামসুল আরেফিন ভুট্টো, আবু তালেব, নাসিম উদ্দিন, তুহিন আহমেদ ও মাসুদুর রহমান টিটন।
গতকাল সোমবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় অনুষ্ঠিত প্রার্থী বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাছাই কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য এসএম রফিউর রহমান, হাজী সেলিম উদ্দিন খান, আলমগীর হোসেন, সোহরাব হোসেন, আকসিজুল ইসলাম রতন ও মহ: শামসুজ্জোহা উপস্থিত ছিলেন। সভা শেষে বাছাই কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান সভাপতি-সম্পাদকসহ ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহ: শামসুজ্জোহা এবারের নির্বাচনে কোনো পদেই অংশগ্রহণ করছেন না। প্রসঙ্গত: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৮ আগামী ২৪ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়া হবে।