গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাঠ থেকে মস্তক বিহীন অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মরদেহের সন্ধান পাওয়া যায়। গলাকেটে হত্যা করে মরদেহ ওই মাঠে ফেলে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
স্থানীয়সূত্রে জানা গেছে, সকালে কাজিপুর গ্রামের মাঠে ক্ষেতে কাজ করতে যায় কৃষকরা। এ সময় একই গ্রামের কিয়াম উদ্দীনের ছেলে বাবু মিয়ার কলাই ক্ষেতে বিবস্ত্র অবস্থায় মাথাবিহীন দেহ দেখতে পায়। দেহের আশেপাশে মাথা পাওয়া যায়নি। ওই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের উৎসুক মানুষ মরদেহ দেখতে ভিড় করে। তবে তারা কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।
আরো জানা গেছে, এলাকার কেউ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়নি। শরীরের পোশাক না থাকায় পরিচয় মেলেনি। নিহতের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে হতে পারে বলে পুলিশের ধারণা। দিনভর বিভিন্ন এলাকার মানুষ পরিচয় শনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ ও ফিঙ্গার প্রিন্টসহ প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেছেন চিকিৎসকরা। পরিচয় নিশ্চিত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল আলম’র মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে। অন্য কোথায়ও হত্যা করে দেহ ওই মাঠে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে খুনের কোনো আলামত পাওয়া যায়নি। পরিচয় ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।