কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জন অস্ত্রসহ আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩জন ডাকাতকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। এসময় ডাকাতদলের কাছ থেকে ১টি এলজি, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলার জুগিয়া বালিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো খোকসার সাগর, সদর উপজেলার আলামপুরের খোকন, রাজবাড়ী পাংশার বাচ্চু।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে জুগিয়া বালিরঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ৩ ডাকাতকে আটক করে। ডাকাতদের শরীর তল্লাশি চালিয়ে ১টি দেশী তৈরী এলজি রিভালবার, ৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

Leave a comment