যতক্ষণ টাকা আছে ততোক্ষণ আছে চিকিৎসাও

মেধাবী ছাত্রী শিমলা রানীর মৃত্যুর পর পরিবারের ক্ষোভ

মহেশপুর প্রতিনিধি: দরিদ্রতার কাছে পরাজিত হয়ে অকালে ঝড়ে পড়লো ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শিমলা রানী(১৩)। ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৪ নভেম্বর শনিবার দুপুরে ঢাকা থেকে বাড়ি নেয়ার পথে সে মারা যায়। অর্থের অভাবেই তাকে চিকিৎসা না দিয়ে বাড়ি ফিরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, যতোক্ষণ টাকা আছে ততক্ষণ চিকিৎসা আছে। টাকা নেই তো চিকিৎসাও নেই। শিমলা রানী ফতেপুর গ্রামের সুশান্ত দাসের মেয়ে। সিমলা রানী ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। সে গত ২৮ অক্টোবর রাতে অ্যাজমা রোগে আক্রান্ত হয়। পরীক্ষা করে তার শরীরে ডায়বেটিকসও ধরা পড়ে। যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা। সুস্থ হয়ে উঠবে আসায় যশোর মেডিকেল কলেজ থেকে নেয়া হয় কুইন্স হসপিটালে। সেখানে তার প্রতিদিন ২০হাজার টাকা খরচ হয়। এরপরও অবস্থার অবনতি হলে খুলনা গাজী মেডিকেল হাসাপাতালে নিতে হয়। সেখানে দুদিন চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে তারা চিকিৎসা না দিয়ে নতুন ভবনের ৭তলায় রেখে দেয়। পরের দিন সকালে তারা রোগীকে নিয়ে চলে যাওয়ার জন্য বলে। দরিদ্র পরিবার কোনো উপায় না পেয়ে রোগীকে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মাগুরায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।