চুয়াডাঙ্গায় আয়কর মেলায় কর আদায় ৩৫ লাখ টাকা: নতুন ফাইল ৭১টি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৪ দিনের আয়কর মেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল রোববার মেলার সমাপনী দিনে মোট রিটার্ন জমা পড়েছে ১ হাজার ৩৩টি। এর মধ্যে নতুন আয়কর ফাইল খোলা হয়েছে ৭১টি। এবার আয়কর মেলায় কর আদায় হয়েছে ৩৫ লাখ ২৯ হাজার ২৪৬ টাকা। যা গত বছরের তুলনায় ১১ লাখ টাকা বেশি কর আদায় হয়েছে। গত বছরে আয়কর মেলায় কর আদায় হয়েছিলো ২৪ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ কর বছরে চুয়াডাঙ্গা জেলায় কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ১৮ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রা অতিক্রম করে কর আদায় হয় ২১ কোটি টাকা। ২০১৭-১৮ কর বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ কোটি টাকা। জেলায় মোট করদাতার ফাইল রয়েছে ৫ হাজার। গত ২ নভেম্বর চুয়াডাঙ্গা ইউপি অ্যাসোসিয়েশন হলে আয়কর মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। মেলায় উপস্থিত ছিলেন খুলনা কর আপিল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুহতাসিবুর রহমান। এ ব্যাপারে জানতে চাইলে খুলনা কর অঞ্চল সার্কেল-৯ চুয়াডাঙ্গার সহকারি কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার বলেন, করবান্ধব পরিবেশের কারণে করদাতাদের ব্যাপক সাড়া মিলেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার আয়কর মেলায় ৩৫ লাখ টাকার বেশি কর আদায় হয়েছে। আগামী বছর আয়কর মেলার ফলে কর আদায় আরো বৃদ্ধি পাবে।’