মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় মাদক প্রতিরোধে মতবিনিময়সভায় অতিরিক্ত পুলিশ সুপার

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের সাথে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে গ্রামবাসীর সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আকন্দবাড়িয়ায় এ মতবিনিময়সভার আয়োজন করা হয়। গ্রামবাসী মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তবে মাদক প্রতিরোধের নামে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে দিকটির প্রতি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে গ্রামবাসী।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এবং রাঙ্গিয়ারপোতা গ্রাম মাদকের ঘাঁটি নামে পরিচিত। তাই প্রায়ই মাদক নিয়ে আলোচনায় গ্রাম দুটির নাম উঠে আসে। বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স দেখিয়ে আসছে। সেলক্ষ্যে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে গতকাল সন্ধ্যায় আকন্দবাড়িয়া গ্রামের স্বপনের দোকানের সামনে আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম গ্রামবাসির সাথে মতবিনিময়সভা করেছেন। এসময় তিনি গ্রামবাসির নিকট থেকে বিভিন্ন অভিযোগ শোনেন। ভ্রাম্যমান মাদক বিক্রেতা এবং সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশকে নির্দেশ দেন তিনি। অন্য জেলার উঠতি বয়সী যুবকেরা মোটরসাইকেল যোগে আকন্দবাড়িয়া এবং রাঙ্গিয়ারপোতা গ্রামে অযথা ঘোরাঘুরি করলে তাদেরকে থামিয়ে তাদের অভিভাবককে অবহিত করারও নির্দেশ দেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক কারবারি দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কারণ যারা মাদক কারবার করে তারা এ সমাজেরই মানুষ। গুটিকয়েক মানুষ একটি সুন্দর সমাজকে ধ্বংস করবে তা হতে পারে না। সমাজের ৯৫ ভাগ মানুষ ভালো। বিশেষ করে সমাজের যুবসম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এ কাজে। গ্রামের যুব সমাজকে খেলাধূলা এবং কালচারাল সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে। এ সময় গ্রামবাসী পুলিশের নিকট দাবি রেখে বলেন, মাদক প্রতিরোধ করতে গিয়ে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকেও প্রশাসনকে নজর দিতে হবে। তা না হলে সাধারণ মানুষ মিথ্যা মামলায় জড়িয়ে পড়লে মাদককারবারী বৃদ্ধি পাবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন আমীর আব্বাস, বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মাসনুন আলম লেলিন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি জামাল উদ্দীন, সাংবাদিক সালাউদ্দীন কাজল, সজল প্রমুখ।

Leave a comment