চুয়াডাঙ্গায় দোকান মালিক সমিতির নির্বাচনে আচারণ বিধি লংঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা নির্বাচনে সদস্য প্রার্থী শফিকুল ইসলাম ঝণ্টুর বিরুদ্ধে আচরণ বিধি লংঘনের অভিযোগ উঠেছে। শফিকুল ইসলাম ঝণ্টু চান্নু-বাবু-মাসুদ পরিষদে কার্যকরী সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।
লেমন-জগলু-ইবু প্যানেলের দফতর সম্পাদক প্রার্থী হাসান খালিদ স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়েছে, শফিকুল ইসলাম ঝণ্টু নির্বাচনী প্রতীক জগ। অভিযোগ উঠেছে শফিকুল ইসলাম বাজার থেকে জগ কিনে তাতে নির্বাচনী প্রতীক (স্টিকার পেপার) ব্যবহার করে বিভিন্ন ভোটারদের মাঝে বিতরণ করছেন। যা নির্বাচনী আচারণ লংঘনের শামিল। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। সাধারণ ভোটারদের প্রশ্নের সম্মুখীন হলে ঝণ্টু বলেন, এখন তো টাকার কাছে ভোট বিক্রি হয়। আমিও উপহার দিচ্ছি।
উল্লেখ্য, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা নির্বাচন কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে লেমন-জগলু-ইবু প্যানেলের এবং চান্নু-বাবু-মাসুদ পরিষদের ১০৬ প্রার্থী প্রতিদন্দি¦তা করছেন।