স্টাফ রিপোর্টার: পাবনা শহরতলীর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মিডটার্ম পরীক্ষা চলাকালে সশস্ত্র অবস্থায় একদল সন্ত্রাসী স¤্রাট হোসেন (১৮) নামের এক পরীক্ষার্থীকে প্রকাশ্যে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার দুঘণ্টা পর ছেড়ে দিয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের সিঙ্গা এলাকার ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যা- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ঘটনাটি ঘটে ।
শিক্ষার্থীরা জানান, শহরের অদূরে বলরামপুরের রওশন আলীর ছেলে পাবনার ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যা- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল শাখার প্রথম সেমিস্টারের মিডটার্ম পরীক্ষার্থীর সাথে ক্যাম্পাসের সামনে সিঙ্গা-শহর রোডে অটোবাইকের সাইড দেয়াকে কেন্দ্র করে অটোবাইক চালকের সাথে কথা কাটাকাটি হয়। সকাল ১০টা থেকে কলেজে মিডটার্ম পরীক্ষা শুরু হয়। যথারীতি স¤্রাট হোসেনও পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিকে ঘটনার জের ধরেই অটোবাইক চালক সশস্ত্র অবস্থায় ১২/১৫ জনের একদল সন্ত্রাসীকে সাথে নিয়ে কলেজে পরীক্ষা কক্ষে প্রবেশ করে। এরপর পরীক্ষার্থী স¤্রাটকে মারপিট করে অস্ত্র ও ধারালো চাকু ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময়ে স¤্রাটের সহপাঠীরা এগিয়ে আসলে তাদেরকে সন্ত্রাসীরা এলোপাথাড়ি মারপিট করে স¤্রাটকে নিয়ে যায়। মূহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে কলেজের সকল শিক্ষার্থী ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপহরণের শিকার স¤্রাটের ভাবী সুরাইয়া খাতুন বলেন, দুপুর বারোটার দিকে ইজিবাইকযোগে স¤্রাটকে বাসায় পাঠিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। স¤্রাটের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।