আগামী দিনে ৫৮ বিজিবির সফলতা কামনা

খালিশপুরে ৫৮ বিজিবির ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে রিজিওন কমান্ডার

খালিশপুর থেকে এমআর বাবু/দাউদ হোসেন: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে অবস্থিত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরের সৈনিক ডাইনিং হলরুমে এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটাসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটাসহ আমন্ত্রিত অতিথি ও বিজিবি কর্মকর্তা এবং সৈনিকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম-পিএসসি। তিনি বলেন ২০১৫ সালের এ দিনে বিজিবির মহাপরিচালক চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নে পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৮ বিজিবির অনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন। প্রতিষ্ঠার পর গত দুবছরে ৫৮ বিজিবি তাদের কর্মকা-ে সফলতা অর্জন করেছে। তিনি আগামী দিনগুলোতে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সফলতা কামনা করেন।
এর পূর্বে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫৮ বিজিবি ব্যাটালিয়নকে সুসজ্জায় সজ্জিত করা হয়। বিজিবির সদস্যরা বিশেষ পোশাক পরিধানে ছিলেন। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল জিল্লুর রহমান ব্যাটালিয়নে আগত আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মাসুদুর রহমান, চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রাশিদুল ইসলাম, যশোর রিজিয়নাল ইনটেলিজেন্স ব্যুরো চিফ লে. কর্নেল খবির উদ্দিন সরকার, পরিচালক লে. কর্নেল জুনায়েদ, এফআইজি গ্রুপ কমান্ডার মেজর মুসতাক, ৫৮ বিজিবির সহঅধিনায়ক মেজর জসিম উদ্দিন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, অনলাইন দৈনিক শেষের সংবাদের সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটনসহ মহেশপুরের সাংবাদিক ও সূধীবৃন্দ এসময় উপস্থিত ছিলো।