গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর তেঁতুলবাড়য়া গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে আটক সেই আলামিনের নামে মামলা দায়ের করা হয়েছে। ওই প্রবাসীর ভাই আদালতে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় প্রবাসীর পরিবারের সদস্যরা আলামিনের হুমকিতে দিশেহারা।
গত রোববার রাতে করমদি গ্রামের আজমত আলীর ছেলে আলামিন হোসেন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আটক করে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীর সাথে আলামিনের পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। আলামিনের স্ত্রী ও তার পরিবারের লোকজন আলামিন ও ওই নারীকে আটক করেন। ধরা পাড়ার পর দুজনে বিয়ে করবেন বলে মতামত প্রকাশ করেন। কিন্তু আইনী ঝামেলা এড়াতে গ্রামের মাতবররা ঝুঁকি নেননি। জেলা পরিষদ সদস্য মহম্মদ আলী মাধ্যমে তাদের দুজনকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ আলামিনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। অন্যদিকে প্রবাসীর স্ত্রী গিয়ে ওঠেন তার পিতার বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর প্রবাসের সুযোগ নিয়ে ওই নারী আলামিনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেলে শাশুড়ী ও স্বামীর পরিবারের লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয় ওই নারীর। স্বামীর পাঠানো টাকা ও গয়নাগাটি নিয়েও গ-গোল চলছিলো। আলামিন তার ঘরে আটকের পর সে পিতার বাড়িতে চলে যায়। নগদ টাকা ও গয়নাগাটি নিয়ে গিয়ে অস্বীকার করতে পারে বলে স্বামীর পরিবারে আশঙ্কা দেখা দেয়। তাই প্রতিকার চেয়ে আলামিন ও গৃহবধূর নামে আদালতে মামলা দায়ের করেন ওই নারীর ভাসুর। তবে মামলা তুলে নিতে আলামিন ও তার পরকীয়া প্রেমিকা হুমকি অব্যহত রেখেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রবাসীর স্ত্রী ও আলামিন হোসেন। পরিকল্পিতভাবে আলামিনকে তার ঘরে আটক করার পাল্টা অভিযোগ তুলে মামলা করার কথা বলেন প্রবাসীর স্ত্রী। থানার ওসি আনোয়ার হোসেন জানান, এখনও কোনো পক্ষ আমার কাছে অভিযোগ দেয়নি।