কোটচাঁদপুরে মোবাইলফোন কোম্পানি পরিচয়ে কালেজ ছাত্রকে অপহরণ

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রাম থেকে মাসুদ রানা (২৪) নামে এক ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে অপহরণ করা হয়েছে। অপহৃত মাসুদ কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজ থেকে ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষা দিয়েছেন। তিনি হরিণদিয়া গ্রামের মোমিনুর ইসলামের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার হরিণদিয়া গ্রামে (ঢাকা মেট্রো-ঘ-১৩৭৭৬৯ নম্বর) কালো রঙের একটি মাইক্রোবাস প্রবেশ করে। মাইক্রোবাসে চারজন ব্যক্তি ছিলেন। এরপর মাসুদসহ আরও ৫/৬ জন গ্রামের বাজারের পাশে বসে ছিলেন। মাইক্রোবাসটি তাদের কাছে এসে থামে। এরপর তাদেরকে জানানো হয়, আমরা গ্রামীণফোন কোম্পানি থেকে এসেছি। এই গ্রামে একটি গ্রামীণফোনের টাওয়ার তৈরি করা হবে। এরজন্য একটি জায়গা প্রয়োজন। এরপর স্থান ও গ্রাম ঘুরে দেখার জন্য মাসুদকে তারা মাইক্রোবাসে উঠার কথা বলে। মাসুদ মাইক্রোবাসে উঠার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
অপহৃত মাসুদ রানার চাচা আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে গ্রামীণফোনের পরিচয় দিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস গ্রামে প্রবেশ করে। গ্রামে টাওয়ার তৈরির কথা বলে মাসুদ রানাকে গাড়িতে তোলে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, মাইক্রোবাসে গ্রামীণফোনের স্টিকার লাগানো ছিলো। এ সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। মাইক্রোবাসে চারজন ব্যক্তি ছিলো। তাদেরকে দেখে মনে হচ্ছিলো তারা প্রশাসনের লোকজন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, ঘটনাটি আমি শুনেছি। পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি।

Leave a comment