আন্দুবাড়িয়ায় সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনাসভা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়ায় সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা আবৃত্তি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৪টায় সাহিত্য পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি শিক্ষক আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতন ও দেশত্যাগে বাধ্য করায় মিয়ানামার সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ব নেতৃবৃন্দকে অবিলম্বে মিয়ানামার সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুন নাহার শোভা, সাংবাদিক নারায়ণ ভৌমিক, আব্দুল হামিদ ফকির, মোস্তফা হোসেন, শংষ্কর প্রমানিক, দর্জি নজরুল ইসলাম ও হাফিজুর রহমান প্রমুখ। শেষে সাহিত্য পরিষদের সদস্যরা রোহিঙ্গা মুসলমানদের নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন।