আলমডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালন

আলমডাঙ্গা ব্যুরো: সুস্থ সবল জাতি চাই, সব বয়সে ডিম খাই এ স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় ‘বিশ্ব ডিম দিবস-২০১৭’ পালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে বিশ^ ডিম দিবস উপলক্ষে আলমডাঙ্গা প্রাণী সম্পদ বিভাগের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভায় চুয়াডাঙ্গা সদরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খলেদুর রহমান অরুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প.প. কর্মকর্তা আব্দুস সাত্তার, মৎস অফিসার মইনুল ইসলাম। ভেটেরিনারি ডা. আব্দুল্লাহ হিল কাফির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাসুদ আলীর খান, শহিদুল ইসলাম ইসলাম, মোশারেফ হোসেন, নাসির উদ্দিন, আক্তারুজ্জামান, শাহাবদ্দীন, শামসুল হক প্রমুখ। সভা শেষে প্রত্যেকের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।