কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আকতার, কোটচাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর আওয়ামী লীগ আহ্বায়ক ফারজেল হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তর্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া। অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষথেকে এইচএসসিতে ১৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ১শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।