কোটচাঁদপুরে প্রাথমিক শিক্ষকদের ইউএনওর নিকট নিকট স্মারকলিপি পেশ

কোটচাঁদপুর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোটচাঁদপুর উপজেলা শাখার পক্ষ থেকে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিতে ৮ম জাতীয় বেতনস্কেল অনুযায়ী প্রধান শিক্ষকদের ১০-ম গ্রেড বেতন নির্ধারণ পূর্বক তাদের পূর্বে প্রাপ্ত টাইম স্কেল বর্তমান বেতন গ্রেডের সাথে যুক্তকরা এবং সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন কল্পে ১১-ম গ্রেডে বেতন নির্ধারন করাসহ ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকরা এই স্মারকলিপি দেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি ওয়াছেউল আলম এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন জোয়ার্দারের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরা এ স্মারকলিপি প্রদান করেন।