স্টাফ রিপোর্টার: পাওনা টাকা পরিশোধ না করার দাবি তুলে ভাতিজা বিপুলকে বাটামপেটা করে গুরুতর আহত করেছেন আলমডাঙ্গার খাদিমপুরের ইসরাইল। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাঝহাদের ফজলু মণ্ডলের ছেলে বিপুল বেশ কয়েক মাস আগে তার দুরসম্পর্কের চাচা একই এলাকার ইমান মণ্ডলের ছেলে ইসরাইলের দোকান থেকে গরুর খাবার হিসেবে বাকিতে ভূষি নেয়। গতকাল রাত ৯টার দিকে বিপুল দোকানের সামনে গেলে টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ইসরাইল বাটাম দিয়ে বিপুলের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন।
বিপুল অভিযোগ করে বলেন, পাওনা টাকার বেশিরভাগই পরিশোধ করা হয়েছে। বাকি টাকা গরুটা মারা যাওয়ায় দিতে বিলম্ব হচ্ছে। অথচ আমার চাচা পুরো টাকাটাই দাবি করছেন। সামান্য কারণে আমার মাথা ফাঁটিয়ে রক্তাত জখম করেছেন। ইস্রাফিলের বিরুদ্ধে আগামীকাল মামলা করতে থানায় যাবেন বলে বিপুল জানান।