প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

চুয়াডাঙ্গায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

স্টাফ রিপোর্টার: গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ মহড়ার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের বিশেষ উদ্ধোগে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি ও ভূমিকম্পের সময় উদ্ধার, আশ্রয় এবং প্রাথমিক চিকিৎসার ওপর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নি, ভূমিকম্প ও সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যবহৃত সাজ সরঞ্জাম পরিচিতি ও তার ব্যবহার সম্মন্ধে আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর আব্দুস সালামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২০ জন কর্মী ও অত্রস্কুলের ছাত্র-ছাত্রীরা মহড়ায় অংশগ্রহণ করে। মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার ও অত্র স্কুলের প্রধান শিক্ষক মাসুদুজ্জামানসহ আরও অনেকে। প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলে-কয়ে আসে না। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের এরকম মহড়ার মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। যেন আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারি।