দামুড়হুদায় ছাগল চোর আটক ॥ গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে আনারুল (২২) নামের এক ছাগলচোরকে ধরে গণধোলাই শেষে পুলিশে দেয়া হয়েছে। ছাগলচোর আনারুল জয়রামপুর কাঁঠালতলার আসমত আলী ওরফে কুতুনের ছেলে। গতকাল বুধবার দুপুরে জয়রামপুর হাজি পাড়ার মৃত আবুল কাশেম বিশ্বাসের ছেলে আব্দুস সামাদেরও একটি খাসি ছাগল চুরি করে চুয়াডাঙ্গায় বিক্রি করে। পরে বিষয়টি জানাজানি হয়ে পড়লে রাত ৮টার দিকে ছাগলচোর আনারুলকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ছাগল চুরির কথা স্বীকার করে। সে টাকা দিতে না পারায় তাকে হালকা পাতলা উত্তম-মধ্যম দিয়ে শেষমেষ পুলিশে দেয়া হয়। এলাকাবাসী বলেছে, আনারুল গত শুক্রবার সিরাজুল ইসলামের একটি ছাগল চুরি করে বিক্রি করে দিয়েছে। সে একজন চিহ্নিত ছাগল চোর।