ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলায় মাহেন্দ্র ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান। নিহত জুবায়ের আলম (৩০) শাহজালাল ইসলামী ব্যাংক হাটগোপালপুর শাখার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহতদের মধ্যে ব্যাংকের ওই শাখার ম্যানেজার আব্দুল মালেকও রয়েছেন বলে জানান তিনি।
ওসি এমদাদুল বলেন, হাটগোপালপুর থেকে মাহেন্দ্রটি যাত্রী নিয়ে ঝিনাইদহে আসছিলো। পথে পাঁচ মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের আলমকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।