আলমডাঙ্গায় সর্পদংশনে আহত গৃহবধূ লাভলী

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় সর্পদংশনে আহত গৃহবধূ লাভলী ইয়াসমিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কোর্টপাড়ার আব্দুল রাজ্জাকের স্ত্রী ও কুষ্টিয়ার আমলা সদরের আমজাদ হোসেনের মেয়ে। গতকাল সর্পদংশনে আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে লাভলী ইয়াসমিন (৩৫) বাড়ির গেট দিয়ে বাইরে বের হচ্ছিলেন। হঠাত তার ডান পায়ে বিষধর সাপ দংশন করে। লাভলীর চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে দীর্ঘদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপে কাটা রোগের প্রতিষেধক ইনজেকশন অ্যান্টিস্নেকভেনম না থাকার কারণে রোগীদের জটিলতার মাঝে পড়তে হয়েছিলো। অ্যান্টিস্নেকভেনম ইনজেকশনের অভাবে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন সাপে কাটা রোগী মারা যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অবশেষে হাসপাতালের বর্তমান আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীরের অক্লান্ত পরিশ্রমে অ্যান্টিস্নেকভেনম ইনজেকশন আনা হয়েছে।