চুয়াডাঙ্গায় এসএসসি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ ॥ জেলায় ১২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ৮ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: যশোর শিক্ষাবোর্ডের অধীনে চুয়াডাঙ্গায় ১২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। দুটি সরকারি বিদ্যালয় ও বেসরকারি ১২১টি বিদ্যালয়ের প্রায় ৮ হাজার পরীক্ষার্থী যশোর শিক্ষারবোর্ডের পাঠানো অনলাইন প্রশ্নপত্রে বেলা ১০টায় বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য বিদ্যুত বিভাগকে সার্বক্ষণিক বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। এসএসসি টেস্ট পরীক্ষার কারণে বিদ্যালয়গুলোতে ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ৩১৭ জন পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে মনির্ং শিফটে ১৫৮ জন এবং দিবা শিফটে ১৫৯ জন। এর আগে গত ৬ জুলাই প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ২৬৭ জন পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে মনিং শিফটে ১৩০ জন। বিজ্ঞান বিভাগে ৮২ জন, মানবিক বিভাগে ৩৪ জন এবং বাণিজ্য বিভাগে ১৪ জন রয়েছে। দিবা শিফটে মোট ১৩৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৭ জন, মানবিক বিভাগে ৩৯ জন এবং বাণিজ্য বিভাগে ৩১ জন। চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা জানান, এই বিদ্যালয় থেকে ১০৩ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল বলেন, সব বিষয়ে পাস করলে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করতে পারবে। ১ বিষয়ে অকৃতকার্য কোনো ছাত্র পরীক্ষায় অংশ নিতে পারবে না। দুদক এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। ইতোমধ্যে গত ৭ অক্টোবর থেকে জেএসসির টেস্ট পরীক্ষা শুরু হয়েছে এবং কয়েকদিন পর পিএসসির টেস্ট শুরু হবে। এ কারণে স্কুলে ক্লাস বন্ধ থাকবে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার বলেন, নির্বাচনী পরীক্ষার কারণে স্কুলের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহা বলেন, নির্বাচনী পরীক্ষা যশোর শিক্ষাবোর্ডের অধীনে সব মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফটোকপি করতে বিদ্যুত নিরবচ্ছিন্ন থাকে সেজন্য বিদ্যুত বিভাগকে চিঠি দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সাথে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইলফোন রিসিভ করেননি।
চুয়াডাঙ্গা জেলা শিক্ষক-অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, কোমলমতি শিক্ষার্থীরা এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করবে এটাই আশা করবো।
প্রসঙ্গত, শিক্ষা ব্যবস্থায় চুয়াডাঙ্গা জেলা অনেকটা পিছিয়ে রয়েছে পার্শ্ববর্তী জেলাগুলোর চেয়ে। চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন মাত্র কয়েক মাস থাকার পর গত ২ অক্টোবর বদলি হয়েছেন। একইভাবে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছরে দুজন প্রধান শিক্ষক বদলি হয়েছেন। গত ২৮ আগস্ট কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আসা সোহেল আফরোজ গত ২ অক্টোবর চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা থেকে বদলি হয়ে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছেন। এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার।