আমি আপনাদের পাশে সেবক হিসেবে থাকতে চাই

আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় বাবু খান

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১ নং যুগ্মআহ্বায়ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খান বাবু পুরোদমে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে তিনি গতকাল মঙ্গলবার সাংগঠনিক কাজে দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন। আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন, দলে আর কোনো বিভেদ নয়, দল করতে হলে দলের হাই কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে। দলের সকলকে চেইন ইন কমান্ড মেনে চলতে হবে। দলের মধ্যে গ্রুপিং লবিং বন্ধ করতে হবে। মনে রাখবেন আমরা সবাই জিয়ার আর্দশের সৈনিক, আমরা নেতা নয়, সকলেই বিএনপির কর্মী। দল যাকে চাই তার পক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে। দল ও এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি এলাকার সন্তান হিসেবে আমি সকলের। কে কোন দলের এটা আমার দেখার বিষয় নয়। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে ছিলাম, এখনো আছি। আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। আমাকে যদি আপনারা নির্বচিত করেন, আমি আপনাদের পাশে সেবক হিসেবে থাকতে চাই। সকলকে দলমতের ঊর্ধ্বে উঠে আগামী র্নিবাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বায়ন জানান তিনি। গতকাল সকাল ১০টায় জীবননগরের আন্দুলবাড়িয়াস্থ বাসভবনে ইউনিয়ন বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে একথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএপির সিনিয়ার নেতা হাজি আমিনুল ইউছুফ খোকন, খন্দকার নাসির উদ্দিন সোহাগ, আজিম খান, সানোয়ার হোসেন, মুন্সী রোকনুজ্জামান, রফু উদ্দিন, মোহাম্মদ আলী মিন্টু, হোসেন আলী, মোল্লা ফয়েজ আহম্মদ, লাল মিয়া, সাইদুর রহমান বাবু, শহিদুর রহমান ইয়া, সদর উদ্দিন সুদো, শমশের আলী ও মির্জা শিলন প্রমুখ। সভাটি উপস্থাপনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা।