জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ

সুপ্রিম কোর্টের নেতৃবৃন্দের সাক্ষাতে পুলিশি বাধার প্রতিবাদে

স্টাফ রিপোর্টার: সুপ্রিম কোর্টের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাক্ষাতে পুলিশি বাধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল রোববার বেলা ১টায় জেলা আইনজীবী সমিতি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক বারের সাবেক সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও শামীম রেজা ডালিম, ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল ও মানি খন্দকার ।
বক্তারা এসময় বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে সুপ্রিম কোর্টের বারের নেতৃবৃন্দ দেখা করতে পারেননি। অথচ, তিনি পূজার অনুষ্ঠানে যাচ্ছেন। আবার তিনি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। বিচার বিভাগের প্রধানের প্রতি সরকারের এই আচরণ কোনোভাবেই মেনে নেয়া যায় না।