চুয়াডাঙ্গা সরকারি কলেজে বাঁধন’র আলোচনাসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এই শ্লোগানে এগিয়ে চলেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। বর্তমানে এদের রক্তদাতার সংখ্যা ৯২ এবং আগামী ২৪ অক্টোবর বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল ছিলো তাদের মাসিক আলোচনা ও ২০ বছর পুর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে প্রস্তুতিসভা। সংগঠনের সভাপতি আবুবকর সিদ্দীকের সভাপতিত্বে গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুবকর সিদ্দিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মজিদ প্রামানিক, সহকারী অধ্যাপক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ও বাঁধনের উপদেষ্টা মতিউর রহমান, প্রভাষক ও বাঁধনের উপদেষ্টা হাফিজুর রহমান, শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাঁধনের উপদেষ্টা সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, বাঁধনের সহকারী আহ্বায়ক সাগর নেওয়াজ। উপস্থিত ছিলেন তৈমুর হোসাইন তনু, সাংগঠনিক সম্পাদক আফরিকুল ইসলাম, সদস্য হোসাইন আলী, সাদিয়া আফরিন আশা, সাজেদুল ইসলাম, রিফাত, মারিয়ামসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব ইব্রাহিম হোসেন।