মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে পকুরে ডুবে নুর আমিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে পুকুরে গরুর গা ধোয়াতে গিয়ে তিনি ডুবে যান। নুর আমিন (৪৫) জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত দোয়াত আলী বিশ্বাসের ছেলে।
নিহত নুর আমিনের স্ত্রী আবেদা খাতুন জানান, বিকেলে স্বামী নুর আমিন পার্শ্ববর্তী ঝুনু বিশ্বাসের পুকুরে গরুর গা ধোয়াতে যান। এ সময় তিনি পুকুরের পানিতে তলিয়ে যান। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পথিমধ্যে তিনি মারা যান।