সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত দামুড়হুদার বড়বলদিয়ার ২৩ পরিবারের মাঝে পোশাক বিতরণ

দর্শনা অফিস: দামুড়হুদার জয়রামপুরে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৩ পরিবারের সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের প্রতিমাসের ১ দিনের টিফিনের টাকায় পরিচালিত সেচ্চাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ এ পোশাক বিতরণ করেন। গতকাল শনিবার বিকেলে পোশাক বিতরণকালে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাসেল ইকবাল সেতু, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদ, ধর্ম সম্পাদক হৃদয় হাসান, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, দামুড়হুদা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত, সদস্য মোস্তাফিজুর রহমান, হুজাইফা মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ মার্চ সকাল সাড়ে ৫টার দিকে জীবিকার সন্ধ্যানে উপজেলার বড়বলদিয়া গ্রামের ২৪ জন দিনমুজুর আলমসাধুযোগে যাচ্ছিলেন আলমডাঙ্গার উদ্দেশে। এ সময় দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের জয়রামপুর স্কুল বটতলা নামকস্থানে পৌঁছুলে বিপরিতদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় নিহত ও আহত হন ২৩ জন।