ভারতে অবৈধ প্রবেশের প্রস্তুতিকালে নারী ও শিশুসহ ২১ জন আটক

চুয়াডাঙ্গা দামুড়হুদার নাটুদহ তালসারি ডিসি ইকোপার্কে পুলিশি অভিযান

দর্শনা অফিস: স্থানীয় দালালচক্রের সহায়তায় দামুড়হুদা বিভিন্ন সীমান্ত পথে বিনা পাসপোটে ভারতে প্রবেশ (ধুড়পাচারের) ঘটনা দীর্ঘদিনের। বিজিবির চোখ ফাঁকি দিয়ে ধুড়পাচার চক্র এ ধান্দা চালাচ্ছে। মাঝে-মধ্যে পুলিশ-বিজিবির হাতে ধুড়দের কেউ কেউ আটক হলেও অনেকেই নির্বিঘেœ ভারতে প্রবেশ করে থাকে। বিনা পাসপোর্টে রাতের আঁধারে ভারতে প্রবেশের প্রস্তুতি চলাকালে দামুড়হুদার নাটুদাহ পুলিশ অভিযান চালিয়ে তালসারি ডিসি ইকোপার্ক থেকে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে। ধুড়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেলো ধুড়পাচারচক্রের সদস্যরা। বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার প্রস্তুতি চলছে গোপন সংবাদ পান পুলিশের গোয়েন্দা বিভাগের এএসআই আরজ আলী। এ সংবাদ দেয়া হয় দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানকে। ওসি জিহাদের নির্দেশে নাটুদাহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালান দামুড়হুদার তালসারি ডিসি ইকোপার্কে। পার্ক থেকে পুলিশ আটক করেছে গোপালগঞ্জ জেলার মখছেদপুর উপজেলার বাগাদি গ্রামের অভিনাষের ছেলে মানব ম-ল (৩৮), চকসিং গ্রামের বিরেনের ছেলে বিষ্ণ বৈরাগী (৩০), পাটকেলবাড়ির সমন ম-লের ছেলে মহানন্দ ম-ল (১৪), গোয়ালগ্রামের কানাই লাল সরকারের ছেলে পংকন সরকার (১৮), বাশুদেবপুরের অমিত্য বিশ্বাসের ছেলে অনিমিকা (২৩), ভাটিকামারি গ্রামের বলরাম ম-লের ছেলে গৌর ম-ল (২১), কালিগ্রামের তারাপদ মল্লিকের ছেলে সমিরন মল্লিক (১৬), দূর্লোভ বরইয়ের ছেলে বিলাশ বরই (৩০), নিশ্চিন্তপুর গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে নিহার সরকার (৫০), নয়াকান্দিগ্রামের মহন্ত বৈরাগীর ছেলে অনন্ত বৈরাগী (৬৩), অনন্ত কুমারের স্ত্রী পরমিলা (৪৫), কালি বরইয়ের ছেলে ডালি বরই (৬০) বাঘাদিয়া গ্রামের মানব ম-লের স্ত্রী কাকলী ম-ল (৩২), জলিলপুরের আনন্দ বৈরাগীর স্ত্রী রিনা বৈরাগী (৪৫), পাটকামারি গ্রামের বলাই ম-লের স্ত্রী হাসি (৬০), টিকারডাঙ্গা গ্রামের সুকান্ত বিশ্বাসের স্ত্রী শ্যামলী বিশ্বাস (২৪), গায়েন্দারপুর গ্রামের মঙ্গল ম-লের স্ত্রী নিলীমা (৪০), মেয়ে পূজা (৫), শরিয়তপুর জেলার পালং উপজেলার ডোংসার গ্রামের জামিনী পালের ছেলে কৃষ্ণপাল (৬২), কৃষ্ণপালের স্ত্রী আলো রানি পালকে (৫০)। এ ঘটনায় এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।