জীবননগর আন্দুলবাড়িয়ায় গৃহকত্রীকে বেধে রেখে ডাকাতি

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া খাপাড়ার আজিজুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। গত শনিবার দিনগত রাত দেড়টার দিকে ৫/৬ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে গৃহকর্ত্রীকে বেধে রেখে নগদ ১ লাখ ৩১ হাজার টাকা, ২ ভরি সোনার গয়না, ২টি মোবাইলফোন ও ২টি বিদেশি কম্বল ডাকাতি করে  ডাকাতদল নির্বিঘ্নে পালিয়ে গেছে।

পরিবারের সদস্যরা বলেছে, ডাকাতির সময় বাড়িতে ওই নারী সদস্য ছাড়া আর কেউ ছিলো না। এ ব্যাপারে আকরাম হোসেন বাদী হয়ে গতকাল জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল ডাকাতির ঘটনা এলাকায় আলোচিত হয়ে উঠলে সন্ধ্যায় এ প্রতিবেদক সরেজমিনে আজিজুল হকের বাড়িতে গেলে তার স্ত্রী আনোয়ারা খাতুন আনু দাবি করেন, রাত দেড়টার দিকে ৫/৬ জনের ডাকাতদল বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে দিয়ে বাড়িতে প্রবেশ করে। ঘরের বাড়ান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে একজন মুখ চেপে ধরে আতঙ্ক ও নানা ভয়ভীতি দেখিয়ে অন্যান সদস্যরা ঘরের মধ্যে প্রবেশ করে। ডাকাতদল ৩টি ঘরে ঢুকে শোকেচ, ড্রেসিং টেবিল ও বাক্স ভেঙে নগদ ১ লাখ ৩১ হাজার টাকা, ২টি সোনার চেন, দুজোড়া কানের দুল, ৪টি আংটি, ২টি মোবাইলফোন ও ২টি বিদেশি কম্বল লুট করে নিয়ে সটকে পড়ে। ঘটনার পর আর্তচিতকার দিলে প্রতিবেশীরা এসে আমাকে উদ্ধার করে। এক প্রশ্নের উত্তরে ওই গৃহবধূ জানান, এ সময় গৃহকর্তা আজিজুল হক বাড়ির পাশে গো খামারে ও ছেলে আকরাম হোসেন স্ত্রীকে সাথে নিয়ে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের মানিকদহ গ্রামে অবস্থান করছিলেন। আজিজুল হকের ছেলে আকরাম হোসেন দীর্ঘদিন সৌদি প্রবাস শেষে দেড় বছর আগে বাড়িতে ফিরে গরুর খামারসহ চাষবাদ কাজ করছেন। এ ঘটনায় আকরাম হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে জীবননগর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই জসিম উদ্দিন অভিযোগ দায়ের করার বিষয়টি নিশ্চিত করেন। জন বহুল এলাকায় নীরব ডাকাতির ঘটনা এলাকায় আলোচিত হয়ে উঠায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।