প্রথম দিন শেষে দ. আফ্রিকার সংগ্রহ ৪২৮/৩

মাথাভাঙ্গা মনিটর: ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনেই ৪০০ রানের স্কোর পেরিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান এলগার-মার্করামের গড়ে দেয়া ভিত্তিকে কাজে লাগিয়ে গোটা দিনে হাশিম আমলা ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস টাইগারদের সামনের রানের পাহাড় দাঁড় করিয়েছে। প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান। ক্রিজে অপরাজিত আছেন হাশিম আমলা (৮৯) ও ফাফ ডু প্লেসিস (৬২)। রান রেট ৪.৭৫। দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টেও টস জিতে শুরুতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত যে কতোটুকু ভুল ছিলো সেটি টের পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড দেখে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা অথচ বাংলাদেশের বোলাররা কোনো উইকেট এখনো ফেলতে পারেননি। টেস্টের প্রথম দিনের অর্ধেক না পেরোতেই শতক তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও মার্কারাম। এই দুজনের শতকের ওপর ভিত্তি করে টাইগারদের সামনে রানের পাহাড় দাঁড় করাতে থাকে দক্ষিণ আফ্রিকা। চা বিরতির আগে ইনিংসের ৫৪ তম ওভারে শুভাশিষ রায়ের করা চতুর্থ বলে পুল করেছিলেন ডিন এলগার। মিস টাইমিং হয়ে বল উঠে যায় আকাশে। ডিপ ফাইন লেগে দৌড়ে এসে ক্যাচটি ধরেন মুস্তাফিজ। আর এভাবেই বাংলাদেশ তাদের বহুল কাঙ্খিত উইকেট পায়। ভেঙে যায় এলগার-মার্করামের ২৪৩ রানের ম্যারথন জুটি। আউট হওয়ার আগে এলগার ১৫২ বলে ১৭ চারে ১১৩ রান সংগ্রহ করেন। চা বিরতি শেষে মাঠে ফিরেই আবারো সাফল্য পান টাইগার বোলার সুভাশিষ ও রুবেল। তাদের জোড়া আঘাতে দ্রুত দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ। ইনিংসের ৫৯তম ওভারের চতুর্থ বলে পেসার রুবেল হোসেনের ১৪০.২ কি.মি গতির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন অভিষেক সেঞ্চুরি হাকানো দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন মার্করাম। ১৮৬ বলে ১৪৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি। দুই ওভার পরেই আঘাত হানে এই টেস্টে সবচেয়ে সফল টাইগার বেলার শুভাশিষ রায়। অফ স্ট্যাম্পের বাইরে পর বলটি বাভুমার ব্যাটে টপ এজ হয়ে চলে যায় উইকেট কিপার লিটন দাশের হাতে। ২৮৮ রানে তখন তৃতীয় উইকেটের পতন ঘটে। ক্রিজে আসেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দিন শেষে আমলা ও ডু প্লেসিস। প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।