রাতভর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ॥ চরম ভোগান্তি

দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের তালতলায় দু ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দর্শনা অফিস: দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের লোকনাথপুর তালতলা ফাঁয়ার সার্ভিসের সামনে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মারাত্মক এ সড়ক দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও গুড়িয়ে গেছে ট্রাক দুটি। অবরুদ্ধ হয়ে পড়েছে মহাসড়ক। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা হারদি থেকে বাশ ভর্তি ট্রাক (যশোর-ট ০৭২০) খুলনার উদ্দেশে যাচ্ছিলো। ট্রাকটি দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের লোকনাথপুর তালতলা ফাঁয়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছুলে জীবননগর থেকে ছেড়ে আসা ধানভর্তি (যশোর-ট- ০২-০৩৮৯) ট্রাকের সাথে স্বজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই রাস্তায় আচড়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়, ছিটকে যায় চাকাগুলো। তবে মারাতœক এ সড়ক দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পালিয়েছে দুটি ট্রাকেরই চালক ও হেলপার। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়ক। খবর পেয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের সহায়তায় রাতেই শুরু হয়েছে উদ্ধার কাজ। এদিকে সড়ক অবরুদ্ধ হওয়ার কারণে দুদিকে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।কখন নাগাদ উদ্ধার কাজ শেষ হবে তা অনিশ্চিত।