চুয়াডাঙ্গায় ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে বাবা-মেয়ে আহত

স্টাফ রিপোর্টার: ছাগলে ঝালক্ষেত খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে ছোটভাই ও ভাতিজার বাঁশের আঘাতে আপন বড় ভাই নবিছদ্দীন শেখ (৬০) ও তার মেয়ে শেফালী খাতুন (৩০) আহত হয়েছেন। আহত নবিছদ্দীন চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের গ্রিসনগর মাঠপাড়ার মৃত রিয়াজ উদ্দীন শেখের ছেলে। গতকাল আহত অবস্থায় তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নবিছদ্দীন অভিযোগ করে বলেন, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী জমির ঝালক্ষেতে তার আপন ছোট ভাই সিদ্দিকের ৪/৫টা ছাগলে ঝালগাছ খাচ্ছিলো। এ কথা ছোট ভাই সিদ্দিকের কাছে বললে শুর হয় দু ভায়ের কথা কাটাকাটি ও হাতাহাতি। খবর পেয়ে সিদ্দিকের ছেলে সুজন বাঁশ নিয়ে ছুটে আসে। তারা দুজন মিলে নবিছদ্দীন ও তার মেয়ে শেফালীকে আঘাত করতে থাকে। রক্তাক্ত আহত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।