মেহেরপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে তাজমিনা খাতুন (২১) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধূর শাশুড়ি ও দেবর পালাতক। হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ নিহতের পরিবারের। নিহত তাজমিনা খাতুনের স্বামী সুজন মিয়া কুয়েত প্রবাসী।

পুলিশ জানায়, পাঁচ বছর আগে সদর উপজেলার কোলা গ্রামের তাজের আলীর মেয়ে তাজমিনা খাতুনের সাথে আমঝুপি গ্রামের সুজন মিয়ার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর সুজন মিয়া প্রবাসে পাড়ি জমান। তাজমিনাকে তার শাশুড়ি ও দেবর মাঝে মধ্যে মারধর করতেন বলে নিহতের বাবা অভিযোগ করেন। গতকাল সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি মুসলিমা খাতুন ও দেবর রিপন তাজমিনাকে মারপিট করেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন তারা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় বাড়ি থেকে শাশুড়ি ও দেবর পালিয়ে যায়। নিহতের বাবা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, ময়নাতদন্তের পর বলা যাবে হত্যার রহস্য। তবে আসামিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।