জীবননগরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল চালককে মাইক্রোবাসে তুলে অপহরণ : ২ লাখ টাকা লুটে নিয়ে নামিয়ে দেয়ার অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগরে দিন দুপুরে ফিল্মি স্টাইলে এক মোটরাসাইকেল চালককে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়েছে। অপহৃত তরুণ নামের ওই যুবকের নিকট থেকে এ সময় অপহরকারীচক্র ২ লাখ টাকা লুটে নিয়ে রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ সন্দেহভাজন মাইক্রোবাসটিসহ ড্রাইভারকে আটক করেছে। তাদেরকে চুয়াডাঙ্গা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত ১০টায় এ রিপার্ট লেখা পর্যন্ত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছিলো বলে জানা গেছে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। গতকাল সোমবার দুপুরে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের লক্ষ্মীপুর ব্রিজের নিকট অবস্থিত জীবননগর হাফেজিয়া মাদরাসার নিকট এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, জীবননগর উপজেলা দেহাটি গ্রামের সুলতান আহমেদের ছেলে জামাইল হোসেন তরুণ (৩২) বেলা ১টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি ইসলামী ব্যাংক জীবননগর শাখা থেকে ২ লাখ টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলেন বলে জানিয়েছেন। হাফেজিয়া মাদরাসার সম্মুখে পৌঁছুলে একটি হাইএস মাইক্রোবাস এসে তার গতিরোধ করে। মাইক্রোস থেকে একজন নেমে তার মাথায় হেলমেট নেই কেন জিজ্ঞসা করে। পর মুহূর্তে তাকে জোরপূর্বক মাইক্রোতে তুলে নিয়ে চুয়াডাঙ্গার দিকে দ্রুত গতিতে চলে যায়। ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি পড়ে থকে। অপহরণকারী চক্রের সদস্যরা তার নিকট থেকে ২ লাখ টাকা লুটে নিয়ে তাকে রাস্তার মধ্যে নামিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে চুয়াডাঙ্গা মুরগি ফার্মের নিকট থেকে যাত্রীবিহীন একটি হাইএস মাইক্রোবাস আটক করে। এ সময় আটক করা হয় মাইক্রোবাসের চালককে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ বাদী ও মাইক্রোচালকে জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রেখেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটক ড্রাইভারের পরিচয়সহ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে প্রাপ্ত তথ্যে গরমিল হওয়াতে পুলিশ এ নিয়ে ধন্দে পড়েছে বলে একটিসূত্রে জানা গেছে।