মৃত শিশুকে আইসিইউতে রেখে বিল আদায়

স্টাফ রিপোর্টার: রাজধানীর বেসরকারি ধানমন্ডি কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিরুদ্ধে মৃত শিশুকে আইসিইউতে রেখে বিল আদায়ের অভিযোগ উঠেছে। শিশুর মৃত্যুর পরও তিন দিন আইসিইউতে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলো পরিবার। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থানায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়। গতকাল মঙ্গলবার সমঝোতার ভিত্তিতে অভিযোগ তুলে নেয়া হয়েছে। মৃত শিশুর বাবা মোহাম্মদ শহীদ সাংবাদিকদের জানান, ১৯ সেপ্টেম্বর পুরান ঢাকার বাঁধন ক্লিনিকে শিশুটি জন্ম নেয়। শ্বাসকষ্টজনিত কারণে ওইদিনই তাকে ধানমণ্ডি কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওষুধপত্র কিনে দেয়ার পরও সেখানে প্রতিদিন প্রায় ১৭ হাজার টাকার মতো বিল আসে। তিনি বলেন, ২২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ৫৪ হাজার টাকা বিল করা হয়েছে। অনুরোধ করে ৩৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। শহীদ বলেন, ২২ সেপ্টেম্বর রাত পৌনে ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়ার পর সেখানকার চিকিৎসক জানান, অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এরপর স্বজনরা ক্ষুব্ধ হয়ে রোববার জেনারেল হাসপাতালের কয়েকজন কর্মীকে মারধর করেন।

অভিযোগ অস্বীকার করে হাসপাতালের পরিচালক শামীম মাহবুব সাংবাদিকদের জানান, মৃত কাউকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়ার সুযোগ নেই। কারণ মৃত্যুর ৩ ঘণ্টা পর মৃতের শরীরে রাইগোমটিস হতে থাকে। তখন হাত, পাসহ সারা শরীর শক্ত হয়ে যায়। ১২ ঘণ্টা পর পচন শুরু হয়। তাই মৃত কাউকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়ার সুযোগ নেই। তিনি বলেন, শিশুটিকে যখন ভর্তি করা হয়েছিল তখনই তার শারীরিক অবস্থা খারাপ ছিলো। সাথে সাথে লাইফ সাপোর্টে নেয়া হয়। এদিকে ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ বলেন, শিশুটির পরিবার থানায় অভিযোগ করলেও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমঝোতার ভিত্তিতে তা আবার তুলে নিয়েছে।