পুরস্কারের নগদ অর্থ বাড়ালো নোবেল ফাউন্ডেশন
মাথাভাঙ্গা মনিটর: এ বছর নোবেল পুরস্কার ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে সোমবার নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, ২০১৭ সালের পুরস্কার বিজয়ীরা ১০ লাখ মার্কিন ডলারের বেশি নগদ অর্থ পুরস্কার পাবেন। স্টকহোমে বেসরকারি এ প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে নোবেল ফাউন্ডেশনের বোর্ড পরিচালকরা সিদ্ধান্ত নেন, প্রতিটি বিভাগে ২০১৭ সালের নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ হবে ১১ লাখ মার্কিন ডলার। ২০১২ সালে নোবেল পুরস্কারের নগদ অর্থের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে এক কোটি ক্রোনা থেকে ৮০ লাখ ক্রোনা করা হয়। ২০০১ সাল থেকে এ পরিমাণ অর্থ দেয়া হচ্ছিলো। উল্লেখ্য, ডিনামাইট উদ্ভাবক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া তহবিল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের এ বিশাল অংকের অর্থ পুরস্কার দেয়া হয়। নোবেল পুরস্কার ঘোষণার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর প্রথমেই চিকিৎসা শাস্ত্রের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। সে নিয়ম অনুযায়ী আগামী ২ অক্টোবর চিকিৎসা শাস্ত্রের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে। এর পরবর্তী দু দিনে যথাক্রমে পদার্থবিদ্যা ও রসায়ন বিভাগের নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী ৬ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণার দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
কানাডার প্রধানমন্ত্রীর চিঠির জবাব দেননি সুচি
মাথাভাঙ্গা মনিটর: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত ১৮ সেপ্টেম্বর একটি চিঠি দেন মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও সু চি সেই চিঠির জবাব দেননি। জাস্টিন ট্রুডো রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন, বর্বরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে সু চিকে সেই চিঠি দিয়েছিলেন। তার আগের সপ্তাহে জাস্টিন সরাসরি ফোন করে সু চিকে একই অনুরোধ করেছিলেন। উক্ত চিঠিতে জাস্টিন মনে করিয়ে দিয়েছিলেন যে, আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বহির্বিশ্বে সম্মান পেয়েছেন, আপনি একজন সম্মানজনক কানাডিয়ান। আপনার ক্রমাগত নীরবতা এবং এই আচরণে আপনার সাথী কানাডিয়ানরা গভীর বিস্মিত, হতাশ এবং অত্যন্ত বেদনাক্রান্ত। চার লাখ মানুষকে জবরদস্তিমূলক বাংলাদেশে বিতাড়িত করার মতো নিষ্ঠুর নিপীড়নের আপনার ভূমিকায় বিশ্ববাসী বিস্মিত।
যৌন কেলেঙ্কারির দায়ে সেই মার্কিন কংগ্রেসম্যানের ২১ মাসের কারাদণ্ড
মাথাভাঙ্গা মনিটর: যৌন কেলেঙ্কারির দায়ে সাবেক মার্কিন কংগ্রেসম্যান অ্যান্থনি উইনারকে ২১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট জজ ডেনিস কোটি তাকে এই কারাদণ্ড দেন। তিনি ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন বার্তা পাঠিয়েছিলেন যার তদন্ত করে এফবিআই। জানা গেছে, এই তদন্ত করতে গিয়েই গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের খোঁজ পায় এফবিআই, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। নির্বাচনের দশ দিন আগে এফবিআইয়ের এই তথ্য হিলারির জন্য ক্ষতিকর হয় বলে অনেকেই ধারণা করেন। অ্যান্থনি উইনার হিলারির ঘনিষ্ঠ হুমা আবেদিনের সাবেক স্বামী। গত মে মাসে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দণ্ড দেয়ার আগে আদালতে উইনার বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম। তবে আমি যে ক্ষতি করেছি তার দায় আমি এড়াতে পারি না।
ভারতের হাইকোর্টে রাম রহিমের আপিল
মাথাভাঙ্গা মনিটর: ধর্ষণের দুটি মামলায় সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এবার পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হলেন গুরমিত রাম রহিম সিং। গত মাসে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত এখন বন্দি রয়েছেন রোহতকের জেলে। ৫০ বছর বয়সী গুরমিতের দাবি, তিনি নপুংসক। মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে তিনি একেবারেই অক্ষম। বাবার অভিযোগ, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। বাবার কৌঁসুলি বিশাল গর্গ নরওয়ানা বলেছেন, ‘আমরা সিবিআই আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার একটি আপিল করেছি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে।’ তিনি আরও বলেছেন, ‘ঘটনার পর (ধর্ষণ) দুই মহিলার সাক্ষ্য রেকর্ড করতে ৬ বছরেরও বেশি সময় নিয়েছে সিবিআই আদালত। যে যে যুক্তিতে চ্যালেঞ্জ জানানো হয়েছে, এটি তার অন্যতম।’