পুলিশের বাধায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো আলমডাঙ্গার ডামোশ গ্রামের ১৩ বছরের কিশোরী

আলমডাঙ্গা ব্যুরো: পুলিশের বাধায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো আলমডাঙ্গার এক কিশোরী। সে উপজেলার ডামোশ গ্রামের জিনারুল ইসলামের মেয়ে।
জানা গেছে, কিশোরী মুক্তা খাতুন (১৩) এরশাদপুর একাডেমীর ৭ম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। গতকাল মঙ্গলবার ছিলো বিয়ের পূর্ব নির্ধারিত দিন। রাত ৯টার দিকে বরসহ বরযাত্রীদের পৌঁছনোর কথা। জিনারুলের বাড়িজুড়ে বিয়ের ঘনঘটা পরিবেশ। বরযাত্রীদের জন্য রান্নাবাড়াসহ বড়সড় আয়োজন। প্রতিবেশীদের সব্যস্ততা। এরই মাঝে ঘটলো অঘটন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দেশে থানা পুলিশের একটি টিম গিয়ে উপস্থিত। অপ্রাপ্ত বয়স্ক বালিকা মুক্তা খাতুনের বিয়ে বন্ধ করে দেয় পুলিশ। সে সময় মুক্তা খাতুনের পিতা জিনারুল ইসলাম প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে পুলিশের নিকট ওয়াদা করেন।