আলমডাঙ্গা রামচন্দ্রপুরের মরজেমের বিরুদ্ধে স্বামী পরিত্যক্তাকে ধর্ষণ ও গর্ভপাত ঘটনানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার রামচন্দ্রপুর গ্রামের এক ভিখারি কন্যার গর্ভপাত ঘটনো নিয়ে তোলপাড়া সৃষ্টি হয়েছে। গ্রামের প্রভাবশালী মরজেম হোসেন জোরপূর্বক তার গর্ভপাত ঘটিয়েছেন বলে গ্রামবাসীর অভিযোগ। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হলেও অভিযুক্ত মরজেম প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে পারছেন না। এমনকি সালিস করতেও কেউ সাহস পাচ্ছেন না। তবে সাধারণ মানুষের মধ্যে এ ঘটনার উচিত বিচার দাবি উঠেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত তাহাজ্জেল মণ্ডলের ছেলে মরজেম হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন একই গ্রামের এক ভিখারি নারীর স্বামী পরিত্যক্তা মেয়ে। ওই যুবতীকে ৩-৪ মাস আগে নিজবাড়িতে ধর্ষণ করেন মরজেম। এতে ওই অসহায় যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে মরজেম ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য চাপ দেন যুবতীকে। এক পর্যায়ে মরজেম হোসেন কৌশলে চুয়াডাঙ্গায় নিয়ে যুবতীর গর্ভপাত ঘটান। ওই যুবতী মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সম্প্রতি গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়ে পড়ে। তোলপাড় সৃষ্টি হয়। সাধারণ মানুষ মরজেমের বিচারের দাবি তোলে। কিন্তু মরজেম অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সালিস করতে সাহস পাচ্ছেন না কেউ। গর্ভপাত ঘটানোর ফলে ওই যুবতী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মরজেম ভয়ভীতি দেখাচ্ছেন বলে গ্রামবাসীর অভিযোগ। এ ব্যাপারে গ্রামের সাধারণ মানুষ মরজেমের বিচারের দাবি তুলেছে।