জীবননগর আন্দুলবাড়িয়া বাজার থেকে স্কুলছাত্র ১০ দিন ধরে নিখোঁজ ছেলেকে ফিরে পেতে পিতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: জীবননগর আন্দুলবাড়িয়া বাজার থেকে স্কুলছাত্র আতিমুল ইসলাম (১৩) নিখোঁজ হয়েছে। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজ একমাত্র ছেলেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পিতা বিশারত আলী। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশারত আলী। তিনি বলেন, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা তিনি। তার ছেলে আতিমুল ইসলাম সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত ১৬ সেপ্টেম্বর স্কুল যাওয়ার আগে একটি কাজে বাড়ি থেকে বের হয়ে আন্দুলবাড়িয়া বাজারে যায় আতিমুল। তারপর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এলাকায় প্রচার-প্রচারণাসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি পোস্ট করে সন্ধান চাওয়া হয়েছে। তবুও কোনো ফল হয়নি। পরে গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্তে একদিনও এলাকায় যায়নি। এ বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। তিনি আতিমুলের বর্ণনা দিতে গিয়ে বলেন, আতিমুলের আনুমানিক উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও স্বাস্থ্য হালকা। নিখোঁজের দিন তার পরনে ছিলো থ্রি কোয়াটার প্যান্ট ও হাফ শার্ট। এর আগে একবার অজ্ঞাত এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা করলেও সে কৌশলে বাড়ি ফিরে আসে। এবার সে আর বাড়ি ফেরেনি। তাছাড়া কেউ মোবাইলফোনে কোনো মুক্তিপণও দাবি করেনি। কৃষক বিশারত আলীর এক ছেলে ও এক মেয়ের মধ্যে আতিমুল বড়। ছোট মেয়ে বৃষ্টি খাতুন সড়াবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যায়নরত। যে কোনো মাধ্যমে একমাত্র ছেলে বাড়ি ফিরে আসবে এমন আশায় দিনগুণছেন অসহায় ওই পিতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাহেলা খাতুন গার্লস একাডেমির সভাপতি ফজলে রাব্বি ফিট্টু, তিতুদহ ইউপি সদস্য জাকির হোসেন ও নিখোঁজ আতিমুলের ফুফাতো ভাই আমানুল্লাহসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a comment