কোনো ষড়যন্ত্রই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না

জীবননগরের খয়েরহুদায় কর্মী সভায় এমপি আলী আজগার টগর

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ, হত্যা ও সন্ত্রাস বন্ধ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। গত ৮ বছরে আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। ২০০৬ সালে ২৪ ঘণ্টায় বিদ্যুত পেতাম মাত্র ৪ ঘণ্টা। ওই সময় দেশে বিদ্যুত উৎপাদন হতো মাত্র ৩ হাজার মেগাওয়াট। বর্তমানে বিদ্যুত উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াট। ওই সময় সন্ধ্যায় বিদ্যুত চলে গেলে আসতো রাত ২টার পর। বিদ্যুত গ্রহকরা বলতেন, বিদ্যুৎ থাকেই না, মাঝে মাঝে আসে। কিন্তু বর্তমানে লোডশেডিং নেই বললেই চলে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনেছে। জানুয়ারি মাসের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। কৃষিক্ষেত্রেও আওয়ামী লীগ সরকার ব্যাপক সাফল্য এনেছে। সার ও ডিজেলসহ কৃষি উপকরণ কৃষকদের ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয়েছে। কিন্তু জামায়াত-বিএনপি এ উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে কোনো ষড়যন্ত্রই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে আমাদেরকে ধর্মীয় কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। তিনি গতকাল রোববার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের ঈদগা প্রাঙ্গণে কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি খয়েরহুদা গ্রামের বিভিন্ন কাঁচা রাস্তা ঘুরে দেখেন এবং সেগুলো পাকাকরণের প্রতিশ্রুতি দেন।
হাজি মো. শাহজাহান আলীর সভাপতিত্বে ও মো. কবিরের উপস্থাপনায় এবং খায়রুল বাসার শিপলুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোর্তূজা, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন খাঁন, যুবলীগ নেতা নবগঠিত কেডিকে ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. খায়রুল বাসার শিপু, অ্যাড. নাসির উদ্দীন, ইউপি সদস্য দলুর উদ্দীন দুলাল প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a comment