রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও বন্ধের দাবিতে মুজিবনগরে মোনাখালী শিক্ষা উন্নয়ন সংঘ‘র মানববন্ধন

মুজিবনগর প্রতিনিধি: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে মুজিবনগরে মোনাখালী শিক্ষা উন্নয়ন সংঘের উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১০টার দিকে মোনাখালী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের সভাপতি সাদ্দাম হোসেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ। মানবন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোনাখালী শিক্ষা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুহিনসহ স্কুলের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যাবন্ধ করার দাবি তোলা হয়। মানববন্ধনে অং সান সু চির দেয়া ভাষণের তীব্র সমালোচনাও করেন বক্তারা। শেষে হামলার শিকার মসুলমানদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।