বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু ৩ নভেম্বর

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৩ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে সিলেট সিক্সার।এর আগে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। বিপিএলে গত আসরের ফাইনালে রাজশাহী কিংসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল ঢাকা ডায়নামাইটস।গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবারও সাতটি দলের অংশগ্রহণে বিপিএল অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজ ফি জমা দিতে না পারায় বিপিএল থেকে বাদ পড়ছে বরিশাল বুলস। অন্যদিকে এবার নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে সিলেট সিক্সার।  এবারের বিপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো- চট্টগ্রাম ভাইকিং,  কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স  ও সিলেট সিক্সার।