কোটচাঁদপুরে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে তালবীজ রোপণ

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে তালবীজ রোপণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন স্কুল ও রাস্তার ধারে বজ্রপাত রোধে এ তালবীজ রোপণ করা হয়।
জানা গেছে, প্রগতিশীল নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলার কুশনা মাধ্যমিক বিদ্যালয়, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়, শেরখালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও শেরখালী-মামুনশীয়া এবং কুশনা-আন্দুলপোতা রাস্তার ধারে বজ্রপাত রোধে তালের আঁটি রোপণ করা হয়। কাটচাঁদপুর উপজেলা প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি নিমাই চন্দ্র দে জানান, গত ১৯ সেপ্টেম্বর সংগঠনটির পক্ষ থেকে কোটচাঁদপুর মহিলা কলেজ প্রাঙ্গণে তালের আঁটি রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. কামরুল ইসলাম। তালের আঁটি রোপণের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনটি’র পক্ষ থেকে জানানো হয়েছে।