ফেনসিডিল ও মদসহ তিন যুবক আটক

দামুড়হুদার মদনা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মদনা সীমান্তের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা ২৬ বোতল ফেনসিডিল ও ১২ বোতল মদসহ বজলু, হাফিজুল ও বিল্লাল নামে তিন যুবককে আটক করেছে বিজিবি। এদিকে বিজিবির সুবেদার আমিরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদার মডেল থানায় বজলু, হাফিজুল ও বিল্লালকে আসামি করে মামলা দায়ের করেছে। দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের কামারপাড়ার আবুল হোসেনের ছেলে বজলু (৩০), সাদেক আলীর ছেলে হাফিজুর (৩২) ও মিনাল হোসেনের ছেলে বিল্লাল (২৫)। বিজিবিসূত্র জানায়, গত বৃহস্পতির রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদনা বিজিবি ক্যাম্পের সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া সুইচ গেটের ওপরে। সেখান থেকে ২৬ বোতল ফেনসিডিল ও ১২ বোতল মদসহ বজলু, হাফিজুল ও বিল্লাল নামে তিন যুবককে আটক করে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছে।