চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার : পরিবারের দাবি আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফিরে স্ত্রীকে রুটি বানাতে বলে বিছানায় ফেরার পর এমন কি হলো যে, তিনি আত্মহত্যা করলেন? গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় ৬৫ বছরের বৃদ্ধ সাজ্জেদ ম-লের লাশ উদ্ধারের পর এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। যদিও পরিবারের সদস্যরা বলেছেন, এর আগেও তিনি আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার সাজ্জেদ ম-ল তিন পুত্রের জনক। ছেলেদের সাথেই প্রথম স্ত্রী হাসিনা বেগমকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তিনি। পরিবারের সদস্যরা বলেছেন, গতকাল ভোরে নামাজ আদায় করতে মসজিদে যান। মসজিদ থেকে ফিরে স্ত্রীকে রুটি বানাতে বলে নিজের বিছানায় গিয়ে বসেন। রুটি তরকারির নাস্তা নিয়ে স্ত্রী ঘরে ঢুকেই দেখেন স্বামীর লাশ ঝুলছে। পা মাটিতে ঠেকে। চিৎকার কান্নাকাটি শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। খবর দেয়া হয় পুলিশে। প্রথমে এ মৃত্যু নিয়ে কেউ কেউ প্রশ্ন তুললেও পরিবারের সদস্যদের তেমন কারো কোনো আপত্তি না থাকায় পুলিশের দৃষ্টিও নমনীয় হয়ে ওঠে। ফলে পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের পক্রিয়া করা হয়।