সু চির পুরস্কার বাতিল করলো যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন ইউনিসন
মাথাভাঙ্গা মনিটর: মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্মম নির্যাতনের ঘটনা এবং অকার্যকর ভূমিকায় বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়েছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। খেসারত হিসেবে এবার একটি পুরস্কার বাতিল করেছে ব্রিটেনের অন্যতম বৃহত ট্রেড ইউনিয়ন ইউনিসন। গণতন্ত্রের দাবিতে সু চি যখন কারাগারে ছিলের তখন এ পুরস্কার দেয়া হয় তাকে। এমন এক সময় এই ঘোষণা এলো যখন কি-না বেশকিছু ব্রিটিশ প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে যে গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সময় সু চিকে দেয়া পুরস্কার ও সম্মান পুনর্বিবেচনার কথা ভাবছে তারা। দেশটির দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন-ইউনিসন সু চিকে দেয়া সম্মানসূচক সদস্যপদ স্থগিত করার কথা জানিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সক্রিয় ভূমিকা রাখতে অনুরোধ করেছে।
দিল্লীতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জঙ্গি আটক
মাথাভাঙ্গা মনিটর: ভারতের দিল্লীতে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ যুবককে আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে। দিল্লী পুলিশ জানিয়েছে, শামিউর রহমান ওরফে সুমন হক নামে লন্ডনের একটি সচ্ছল পরিবারের এই যুবককে জেরা করে তারা জেনেছে, সে আগে সিরিয়াতে আল নূসরা ফ্রন্টের হয়ে লড়েছে এবং ২০১৪ সালে জঙ্গি কার্যকলাপের জন্য সে বাংলাদেশেও গ্রেফতার হয়েছিলো। জামিন পেয়ে ভারতে পালিয়ে আসার পর তিনি ভারতে রোহিঙ্গাদের জঙ্গি রিক্রুট হিসেবে নিয়োগ করার চেষ্টা চালাচ্ছিলো। ২৭ বছর বয়সী শামিউর রহমানকে দিল্লি পুলিশের স্পেশাল সেল রোববার সন্ধ্যায় আটক করে রাজধানীর পূর্বপ্রান্তে শক্করপুর বাসস্ট্যান্ড থেকে। পুলিশ বলছে, তার কাছ থেকে একটি কার্তুজসহ ৯ মিলিমিটার পিস্তল, ল্যাপটপ, বাংলাদেশি সিমকার্ডসহ মোবাইল ফোন আর বেশকয়েক হাজার মার্কিন ডলার আর ভারত ও বাংলাদেশের টাকা উদ্ধার করা হয়েছে। টানা চব্বিশ ঘণ্টা ধরে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার পর দিল্লি পুলিশ জানায়, সে একজন আল কায়েদা জঙ্গি এবং ভারতে নতুন সদস্য রিক্রুট করা আর জঙ্গি ঘাঁটি তৈরি করার লক্ষ্য নিয়েই সে এদেশে এসেছিলো।
রাম রহিমের ডেরায় ৬শ কঙ্কালের সন্ধান
মাথাভাঙ্গা মনিটর: কুখ্যাত ভারতীয় ধর্মগুরু গুরমিত রাম রহিম ও তার ডেরা সাচা সৌদার বিষয়ে প্রতিদিনই কোনো না কোনো বিস্ফোরক তথ্য প্রকাশিত হচ্ছে। সর্বশেষ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের জেরায় গুরমিতের সহযোগী ড. পিআর নাইন জানিয়েছেন, গুরুর আস্তানায় ৬শ কঙ্কাল দাফন করা আছে। সিরসার হেডকোয়ার্টারে ডেরার চেয়ারপারসন ভিপাসানা ইনসানের সাথে ভাইস প্রেসিডেন্ট নাইনকে জেরা করা হচ্ছে। নাইন তার দাবির পক্ষে সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করেন। তিনি বলেন, যেসব জায়গায় লাশ দাফন করা হয়েছিলো সেখানে এক জার্মান বিজ্ঞানীর পরামর্শে গাছ লাগানো হয়।
রাম রহিমের এক নারী ভক্ত বলেন, সিরসায় ডেরার প্রধান দফতরে গত ১২ বছর ধরে তার বাচ্চা নিখোঁজ রয়েছে। পানিপথের ওই বাসিন্দা বলেন, এক বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত হয়ে তার দুই মাসের শিশুকে রাম রহিমকে দান করেন। গুরমিত রাম রহিম সিং নিজের দুই শিষ্যকে ধর্ষণের অভিযোগে রোথাকের সুনারিয়া কারাগারে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছে। ৫০ বছর বয়সী এই ধর্মগুরুর দাবি তার লাখ লাখ ভক্ত রয়েছে।
নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ দাবি খান বাবার
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের মর্দানের ২৫ বছর বয়সী যুবক আরবাব খিজের হায়াত। সম্প্রতি দাবি করে বসেছেন, তিনিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। বাবা খান নামে পরিচিত এই মোটাসোটা ব্যক্তিটিকে তাই অনেকে ‘দ্য হাল্ক’ নামেও ডাকেন। জানা গেছে, বিশাল দেহের এ মানুষটির ওজন ৪৩৫ কেজির মতো। প্রতিদিন ১০ হাজার ক্যালোরি খাবার খান তিনি। যার মধ্যে ৩৬টি ডিম, ৩ কেজি মাংস আর ৫ লিটার দুধ রয়েছে। দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যাওয়া, এক হাতে মানুষ তোলা, ১০ হাজার পাউন্ড পর্যন্ত ওজন তোলা এ সবই নাকি খান বাবার ‘বাঁ হাতের খেল’।