চুয়াডাঙ্গা নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের ত্রিবার্ষিক নির্বাচন

৫টি পদে ১৮ আসনে ২৬ জনের প্রার্থিতা পেশ ॥ একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা
স্টাফ রিপোর্টার: কমিটির মেয়াদ তিন বছর হলেও দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৫টি পদে ১৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন ২৬ জন। তবে এদের মধ্যে সহসাধারণ সম্পাদক পদে একজন আজ প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। সেক্ষেত্রে এ পদে দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনার সারিতে রয়েছেন। প্রত্যাহারের নির্ধারিত সময় পার হলেই বরাদ্দ দেয়া হবে প্রতীক।
চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৬ অক্টোবর শুক্রবার। গতপরশু ১৯ সেপ্টেম্বর ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। আজ প্রত্যাহার। যারা মনোনয়ন পেশ করেছেন তাদের মধ্যে রয়েছেন- সভাপতি পদে শতরূপার মো. মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল ও ফ্লিমফেয়ারের একেএম সালাউদ্দীন মিঠু। সহসভাপতি পদে দুটি আসনে রাজধানী শাড়ি হাউজের হাজি মো. মফিজুর রহমান মুকুল, ফাল্গুনী বস্ত্রালয়ের হাজি মো. আসাবুল হক ফিরোজ ও নিউ মমতাজের আনারুল হক আনু। সাধারণ সম্পাদক পদে দেশ টেলিকমের জিয়া উদ্দীন মালিক রানা ও নন্দনের সুমন পারভেজ। সহসাধারণ সম্পাদক পদে দুটি আসনে বন্ধন ইলেকট্রনিক্সের তোছাদ্দেক হোসনে চপল, মিতা টেইলার্সের হাসান মাহমুদ বকুল ও ফুড ভিলেজের ডা. রবিন। এছাড়া ১২ পদে ১২টি আসনে মনোনয়ন পেশ করেছেন ১৫ জন। এরা হলেন- মীর বস্ত্রালয়ের মীর আতিকুর রহমান, থ্রি-পিচ কর্নারের মানিক বিশ্বাস, চয়েজ সু’র হাবিবুর রহমান লিমন, ভাই ভাই খেলাঘরের হাজি জাহিদুর রহমান সাবু, সাজঘর গার্মেন্টেসের নিশাত চক্রবর্তী, হৃদয় কালেকশনের আনোয়ার হোসেন আনু, সম্পা হোসিয়ারীর খন্দকার শামীম, চুয়াডাঙ্গা খেলাঘরের শেখ শামীম, ডালার্স টেইলার্সের আব্দুল আজিজ, ভিসা এজেন্সির মোদারেছ হোসেন চৌধুরী লিটন, ভাই ভাই ক্রোকারিজের মিজানুর রহমান জুয়েল ও ফ্যাশান গার্মেন্টেসের সারোয়ার জামান ডালিম।
সূত্র বলেছে, সহসাধারণ সম্পাদক পদে ডা. রবিন তার মনোনয়ন প্রত্যাহার করে নিতে পারেন। সে ক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে দুটি আসনে তোছাদ্দেক হোসেন চপল ও হাসান মাহমুদ বকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হতে যাচ্ছেন নির্বাচনী তরী। তবে অন্য পদে হাড্ডা হাড্ডি লড়াইয়ের দিকেই এগোচ্ছে ভোটযুদ্ধ। নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৪৩ জন। এবারের নির্বাচনে একপক্ষ পূর্ণাঙ্গ প্যানেলভুক্ত হয়ে প্রচারণায় নামার প্রস্তুতি নিলেও অপরপক্ষে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্য পদে ৩ জনকে নিয়ে লড়াইয়ে নামছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে আহ্বায়ক কমিটি। এ কমিটির আহ্বায়ক নিউ সম্পা হোসিয়ারির খন্দকার শাহজাহান, সদস্যরা হলেন- শহিদুল হক, অতিয়ার রহমান, আফিজুর রহমান, আলিউজ্জামান ও আব্দুর সাত্তার।