চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া থেকে বোমাসহ গ্রেফতার তিন ডাকাত তিন দিনের রিমান্ডে

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর আকন্দবাড়িয়া বটতলা বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের সদস্যরা তিন ডাকাত সদস্যকে ৬টি শক্তিশালী বোমাসহ আটক করে। আটককৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল বুধবার ডাকাত সদস্যদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সোয়া ৯টার দিকে সন্ত্রাসবিরোধী অভিযান চালান সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা বাজারে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে বাজারের মাসুদ রানার দোকানের সামনে থেকে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন- দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুরের আ. গনির ছেলে অভিযুক্ত বোমাবাজ আব্বাস আলী (৪২), একই গ্রামের নুর ইসলামের ছেলে আনারুল হক (২৮) কুড়–লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আজিজুল হকের ছেলে আ. কাদেরকে (৩২)। পুলিশ গ্রেফতারকৃতদের ব্যাগ তল্লাশি করে ৬টি শক্তিশালী বোমা উদ্ধার করে। পরের দিন গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহিম খলিল গ্রেফতারকৃত তিন ডাকাত সদস্যের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়েরপূর্বক মালামালসহ আদালতে সোপর্দ করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম খলিল আদালতের নিকট গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। চুয়াডাঙ্গার আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হালিম গতকাল বুধবার বিকেলে আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আদেশ দেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার ডাকাত সদস্যদের রিমান্ডেওা- এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।